আপনি যদি ইউ.ডি.সি. এর নিজস্ব ব্যবহারকারী হন, তবে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ
করে প্রাক্-নিবন্ধন সিস্টেমে প্রবেশ করতে পারবেন।
- ১. ইউ.ডি.সি. এর পোর্টালের নিজস্ব ব্যবহারকারী হিসেবে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে
ইউ.ডি.সি-র সিস্টেমে লগিন করুন।
- ২. ড্যাশবোর্ডের মেনু থেকে "ই-সেবা" চিহ্নিত বাটনের উপর মাউসের কার্সর (Cursor) ধরুন।
- ৩. "অন্যান্য সার্ভিস" চিহ্নিত আরেকটি বাটন দেখা যাবে, সেখানে ক্লিক করুন।
- ৪. পেইজ লোড হওয়ার পর "হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন সিস্টেম" বাটনে ক্লিক করুন। আপনাকে
সরাসরি প্রাক্-নিবন্ধন সিস্টেমে প্রবেশ করিয়ে দেওয়া হবে।
- ৫. লগিন সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের হেল্প-লাইন ১৬১৩৬, +৮৮০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করুন।