সাইন-আপ সম্পর্কিত পরামর্শ
আপনি নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে ফর্মটি পূরণ করুন।
- ১. প্রতিটি ঘর উপযুক্ত তথ্যসহ পূরণ করুন।
- ২.জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID) সঠিকভাবে পূরণ করতে হবে। এটি নির্বাচন কমিশনের ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে সত্যায়িত হয়ে আসবে।
- ৩. অনুমতি পত্রের স্ক্যান করা কপি আপলোড করুন। NID দেওয়ার পরেই অনুমতিপত্র আপলোড করা যাবে।
অনুমতি পত্র (Authorization Letter) কী?
আপনি যে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করতে চান, সেই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক / প্রধান ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত একটি সম্মতি পত্র,
যা তাদের Letter Head প্যাডে প্রিন্ট করা হয়ে থাকে।